Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৫ ১৪৩২, শুক্রবার ০৯ মে ২০২৫

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহমেদ ভূঁইয়া বরখাস্ত : আইনমন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৪৮, ৮ সেপ্টেম্বর ২০২৩

প্রিন্ট:

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহমেদ ভূঁইয়া বরখাস্ত : আইনমন্ত্রী

ছবি- সংগৃহীত

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহমেদ ভূইয়াকে বরখাস্ত করা হয়েছে।শুক্রবার সকালে আখাউড়া রেলওয়ে জংশন ষ্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

খালেদা জিয়াকে স্থায়ী জামিন দিয়ে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে পরিবারের আবেদন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, আইনে কোনো সুযোগ নাই।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের জেলে যেতে হবে এমন মন্তব্যের বিষয়ে আইনমন্ত্রী বলেন, আমি তো এখন পর্যন্ত জানিনা উনি (মির্জা ফখরুল) কোনো অপরাধ করেছেন। উনাকে কেন জেলে যেতে হবে এটা আমি জানি না। যদি উনি অপরাধ করে থাকেন তাহলে জেলে যেতে হবে।

এর আগে সকাল সোয়া দশটায় তিনি আন্তঃনগর মহানগর প্রভাতি এক্সপ্রেস ট্রেনে আখাউড়া রেলওয়ে স্টেশনে পৌঁছেন। এসময় দলীয় নেতাকমীর্রা তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer