Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ২৬ ১৪৩১, রোববার ০৯ ফেব্রুয়ারি ২০২৫

‘আগামী সপ্তাহে মিয়ানমারের সেনা সদস্যদের ফেরত পাঠানো হতে পারে’

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৩, ২ এপ্রিল ২০২৪

প্রিন্ট:

‘আগামী সপ্তাহে মিয়ানমারের সেনা সদস্যদের ফেরত পাঠানো হতে পারে’

ফাইল ছবি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত দিয়ে পালিয়ে আসা মিয়ানমারের সেনা সদস্যদের ফেরত পাঠানোর বিষয়ে কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। আগামী সপ্তাহে তাদের ফেরত পাঠানো হতে পারে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার দুপুরে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা জানান মন্ত্রী।  

তিনি বলেন, ‘মিয়ানমার থেকে তিন সেনা বাংলাদেশে পালিয়ে এসেছে। মিয়ানমার এরইমধ্যে পালিয়ে আসাদের নৌপথে ফেরত নেয়ার প্রস্তাব করেছে।’

ড. হাছান মাহমুদ বলেন, ‘এখন সমুদ্র উত্তাল রয়েছে। সমুদ্র শান্ত হলে আগামী সপ্তাহে আগের পালিয়ে আসা সেনাদেরসহ সবাইকে ফেরত পাঠানো হতে পারে।’

দেশের মানুষের মধ্যে কোনো হাহাকার নেই দাবি করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মানুষ ভালোভাবে খেতে-পরতে পারছেন।’
 
বিএনপির উদ্দেশ্যে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্য শুনে মনে হচ্ছে উনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। উনার মানসিক চিকিৎসার জন্য ড্যাবের চিকিৎসকদের আহ্বান জানাব।’
 
‘ড্যাবের চিকিৎসকরা না পারলে আমাদের স্বাধীনতা চিকিৎসা পরিশোধের চিকিৎসকরা রয়েছেন। তারা রিজভীর চিকিৎসা করবেন,’ যোগ করেন হাছান মাহমুদ। 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer