Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৭ ১৪৩২, রোববার ১১ মে ২০২৫

জো বাইডেনের নৈশভোজে প্রধানমন্ত্রী ও তাঁর মেয়ে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:১০, ২২ সেপ্টেম্বর ২০২৩

প্রিন্ট:

জো বাইডেনের নৈশভোজে প্রধানমন্ত্রী ও তাঁর মেয়ে

ছবি- সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যাওয়া রাষ্ট্র ও সরকার প্রধানদের জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় মেট্রোপলিটন ''মিউজিয়াম অব আর্টে'' এ সংবর্ধনার আয়োজন করা হয়। এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।

তিনি জানান, জো বাইডেনের দেয়া নৈশভোজেও অংশ নেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। ভোজসভায় মার্কিন প্রেসিডেন্ট এবং অন্যান্য দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভেচ্ছা বিনিময় করেন। 

এ সময় তার সাথে ছিলেন ক্লাইমেট ভালনারেবল ফোরামের থিম্যাটিক অ্যাম্বাসেডর ও প্রধানমন্ত্রী কন্যা সায়মা ওয়াজেদ পুতুল। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গেলো ১৭ সেপ্টেম্বর রাতে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী। 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer