Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৫ ১৪৩২, শুক্রবার ০৯ মে ২০২৫

ডেঙ্গু ভ্যাকসিনের ট্রায়ালে সহায়তার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৪৯, ২ অক্টোবর ২০২৩

প্রিন্ট:

ডেঙ্গু ভ্যাকসিনের ট্রায়ালে সহায়তার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

ফাইল ছবি

আন্তর্জাতিক উদরাময় গবেষণা প্রতিষ্ঠান আইসিডিডিআর.বি’র ডেঙ্গু ভ্যাকসিনের ট্রায়ালে ভালো ফল মিলেছে। দ্বিতীয় ধাপের ট্রায়ালে ভ্যাকসিন ‘টিভি ০০৫’ কার্যকারিতার ‘উল্লেখযোগ্য সাড়া মিলেছে’ বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এ অবস্থায় তৃতীয় ধাপের ট্রায়ালে সরকারি সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানে (নিপসম) এক অনুষ্ঠানে তিনি এ আশ্বাস দেন

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দ্বিতীয় ধাপের ট্রায়ালে ভ্যাকসিনের ভালো কার্যকরিতা মিলেছে। ভবিষ্যতে ভ্যাকসিন প্রয়োগে তৃতীয় ধাপের ট্রায়াল প্রয়োজন। এ জন্য সব ধরনের সহায়তা দিতে সরকার প্রস্তুত।

চলতি বছরে ডেঙ্গুর ভয়াবহ অবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা চাই না একজন মানুষও এই রোগে মারা যাক। সরকার ৭ লাখের মতো স্যালাইন আমদানি করেছে। এরমধ্যে ৩ লাখ স্যালাইন চলে এসেছে। 

আইসিডিডিআর.বি ও যুক্তরাষ্ট্রের ভার্মন্ট বিশ্ববিদ্যালয়ের (ইউভিএম) লার্নার কলেজ অব মেডিসিনের গবেষকেরা ‘টিভি ০০৫’-এর সফল পরীক্ষা করেছেন। এটি ডেঙ্গু ভাইরাসের চারটি ধরন-ডেন-১, ডেন-২, ডেন-৩ ও ডেন-৪ এর বিরুদ্ধেই কার্যকারিতা দেখিয়েছে। ভ্যাকসিনের সফল পরীক্ষা নিয়ে একটি প্রতিবেদন আন্তর্জাতিক সাময়িকী ‘ল্যানসেট’ বুধবারপ্রকাশ করে। 

আইসিডিডিআর.বি’র গবেষক ড. রাশিদুল হক বলেন, একটি কার্যকর এবং টেট্রাভালেন্ট ডেঙ্গু ভ্যাকসিন বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা বাংলাদেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব গুরুতর হয়ে উঠছে। বাংলাদেশের মানুষের অংশগ্রহণে ‘টিভি ০০৫’ ডেঙ্গু ভ্যাকসিনের গবেষণা করতে পেরে আমরা গর্বিত। আশা করি আমাদের কাজ ডেঙ্গুর বিরুদ্ধে একটি কার্যকর ভ্যাকসিন পাওয়ার বিষয়টিকে ত্বরান্বিত করবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer