Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৭ ১৪৩২, রোববার ১১ মে ২০২৫

১৭ বছর পর ফের একসঙ্গে শাহরুখ-অমিতাভ

প্রকাশিত: ১০:৪৯, ২৭ আগস্ট ২০২৩

প্রিন্ট:

১৭ বছর পর ফের একসঙ্গে শাহরুখ-অমিতাভ

ছবি- সংগৃহীত

বলিউডে অতি জনপ্রিয় দুটি মুখ শাহরুখ খান-অমিতাভ বচ্চন। একসঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন তারা। সর্বশেষ তারা কাজ করেছিলেন ১৭ বছর আগে ‘কাভি আলবিদা না কেহনা’ ছবিতে। এরপর আর তাদের একসঙ্গে দেখা যায়নি।

তবে শিগগিরই ফের এক সঙ্গে দেখা যাবে এ দুই মেগা তারকাকে। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়ে। সেখানেই দেখা যাচ্ছে, একসঙ্গে দৌড়চ্ছেন শাহরুখ-অমিতাভ। পরনে তাদের কালো সুট। শোনা যাচ্ছে, ছবির নাম নাকি ‘ওয়াদা’, যদিও তা এখনও নিশ্চিত নয়।

এদিকে কয়েকদিন আগে আস্কএসআরকে সেশনে অমিতাভ বচ্চনকে নিয়ে বেশ কিছু কথা বলেন শাহরুখ। এক অনুরাগী তাদের জুটি নিয়ে প্রশ্ন করলে উত্তরে শাহরুখ লেখেন, ‘এত বছর পর সিনিয়র বচ্চনের সঙ্গে কাজ করা খুব মজার ছিল। এই শ্যুটিংটা আমার কাছে অনুপ্রেরণার। তার সঙ্গে কাজ করতে পারা আশীর্বাদের মতো। শুধু আপনাকে জানাতে চাই, দৌড়ে কিন্তু আমাকে উনি হারিয়ে দিয়েছেন।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer