Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৭ ১৪৩২, শনিবার ১২ জুলাই ২০২৫

সহকারী শিক্ষকের মর্যাদা পাচ্ছেন সহকারী গ্রন্থাগারিকরা 

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৬:১৬, ৩০ মার্চ ২০২১

প্রিন্ট:

সহকারী শিক্ষকের মর্যাদা পাচ্ছেন সহকারী গ্রন্থাগারিকরা 

মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক কলেজে কর্মরত ‘সহকারী গ্রন্থাগারিক’ কাম ‘ক্যাটালগার’রা সহকারী শিক্ষকের মর্যাদা পাচ্ছেন। এমন বিধান রেখে ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১’ জারি করেছে সরকার।

আর স্নাতক (পাস) কলেজে ‘গ্রন্থাগরিক’ হিসেবে যারা কর্মরত আছেন তাদের পদবি ‘গ্রন্থাগার প্রভাষক’ হিসেবে পরিবর্তিত হবে। তবে বেতন-ভাতাদি ও সুযোগ সুবিধা এবং বেতন স্কেল আগের মতোই বহাল থাকবে।

নীতিমালাটি সোমবার প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

নীতিমালায় বলা হয়েছে, ‘এই নীতিমালা জারির আগে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক কলেজে যারা ‘সহকারী গ্রন্থাগারিক’ কাম ‘ক্যাটালগার’ হিসেবে কর্মরত আছেন, তাদের পদবি ‘সহকারী শিক্ষক (গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান)’ হিসেবে পরিবর্তিত হবে। তবে তাদের বেতন-ভাতাদি, সুযোগ-সুবিধা, বেতন স্কেল আগের মতোই বহাল থাকবে।’