Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২ ১৪৩২, শুক্রবার ১৯ সেপ্টেম্বর ২০২৫

প্রাথমিকে তৃতীয় ধাপে নিয়োগ পাওয়া শিক্ষকদের যোগদান ১২ মার্চ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:১১, ৩ মার্চ ২০২৫

প্রিন্ট:

প্রাথমিকে তৃতীয় ধাপে নিয়োগ পাওয়া শিক্ষকদের যোগদান ১২ মার্চ

ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় ধাপে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়া প্রার্থীদের যোগদানের তারিখ ঘোষণা করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আগামী ১২ মার্চ নির্বাচিত প্রার্থীদের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে যোগদান করতে হবে।

সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব রেবেকা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভুক্ত ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৩’-এর ৩য় গ্রুপের (ঢাকা ও চট্টগ্রাম বিভাগ) নির্বাচিত ৬ হাজার ৫৩১ প্রার্থীর অনুকূলে বর্ণিত সময়সূচি অনুযায়ী নিয়োগপত্র জারি, যোগদান ও পদায়ন করার বিষয়ে নির্দেশক্রমে প্রশাসনিক অনুমোদন প্রদান করা করা হলো।

নির্বাচিত প্রার্থীরা যারা স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে অন্যান্য কাগজপত্র জমা দিয়েছেন তাদের অনুকূলে নিয়োগপত্র জারি হবে ৪ মার্চ, নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান ১২ মার্চের মধ্যে, প্রার্থীদের যথাযথভাবে পূরণকৃত পুলিশ ভেরিফিকেশন ফরম পুলিশ ভেরিফিকেশনের জন্য জেলা পুলিশ সুপার (এসবি)/সংশ্লিষ্ট কর্তৃপক্ষ-এর কার্যালয়ে পাঠাতে হবে ১৩ মার্চের মধ্যে আর একই দিন পদায়ন আদেশ জারি করা হবে এবং নির্ধারিত সময়ে প্রাথমিকভাবে নির্বাচিত কোনো প্রার্থীর অনুকূলে নিয়োগপত্র জারি না হলে, জেলা অফিসে যোগদান না করলে বা পদায়িত বিদ্যালয়ে যোগদান না করলে (কারণ ও মতামতসহ) ২০ মার্চ তালিকা অধিদপ্তরে পাঠাতে হবে।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables