Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ১১ ১৪৩১, শনিবার ২৭ জুলাই ২০২৪

চার জোনের সঙ্গে ইসলামী ব্যাংকের সাইবার নিরাপত্তা বিষয়ক কর্মশালা 

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:০৫, ২৬ নভেম্বর ২০২৩

আপডেট: ১৩:১৩, ২৬ নভেম্বর ২০২৩

প্রিন্ট:

চার জোনের সঙ্গে ইসলামী ব্যাংকের সাইবার নিরাপত্তা বিষয়ক কর্মশালা 

ছবি: সংগৃহীত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উদ্যোগে কুমিল্লা, ঢাকা সেন্ট্রাল, খুলনা ও সিলেট জোনের এজেন্ট ব্যাংকিং কর্মকর্তাদের জন্য ‘সাইবার সিকিউরিটি প্রটেকশন’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (২২ নভেম্বর) ভার্চুয়াল প্লাটফর্মে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

শনিবার (২৫ নভেম্বর) ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।  এতে ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর জে কিউ এম হাবিবুল্লাহ, এফসিএস কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাকসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ কে এম মাহবুব মোরশেদ। মূল বিষয়ের উপর বক্তব্য দেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাহবুব আলম, অ্যাসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট সাঈদ কামরান আহমেদ ও মো. হেদায়েত উল্লাহ। দিনব্যাপী অনুষ্ঠিত এ কর্মশালায় জোনসমূহের অধীন শাখা ও এজেন্ট আউটলেটের ৭৬২ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer