Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২ ১৪৩২, বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫

উ.কোরিয়ার নতুন সামরিক প্রধান প্যাক জং চোন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:১২, ৭ সেপ্টেম্বর ২০১৯

প্রিন্ট:

উ.কোরিয়ার নতুন সামরিক প্রধান প্যাক জং চোন

ঢাকা :  উত্তর কোরিয়ার নতুন সামরিক প্রধান হিসেবে আর্টিললারি বিষয়ে দক্ষ সেনাবাহিনীর এক জেনারেলের নাম ঘোষণা করেছে পিয়ংইয়ং। দেশটির সরকারি সংবাদমাধ্যম একথা জানায়। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, এই পদক্ষেপ নতুন অস্ত্র তৈরীর পরিকল্পনার একটি ইঙ্গিত হতে পারে। খবর এএফপি’র।

শুক্রবার রাতে কেসিএনএ জানায়, ‘কোরিয়ান পিপলস আর্মির চিফস অব জেনারেল স্টাফ’ হিসেবে প্যাক জং চোনকে নিয়োগ দেয়া হয়েছে।’

বার্তা সংস্থাটি আরো জানায়, নেতা কিম জং উনের অংশ নেয়া এক বৈঠকে তাকে নিয়োগের এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়।সামরিক অভিযানে দক্ষ রি ইয়ং গিলের উত্তরসূরি হলেন প্যাক।

উত্তর কোরিয়ার পক্ষত্যাগকারী এবং সিউলের গবেষক আহন চান-ইল বলেন, কোরিয়ান পিপলস আর্মির আর্টিলারি কমান্ডের প্রধান থেকে তার পদোন্নতি অস্ত্র তৈরী করা বিষয়ে সামরিক বাহিনীকে নতুন করে তুলে ধরার ইঙ্গিত হতে পারে।

আহন এএফপি’কে বলেন, এ বছরের গোড়ার দিকে দক্ষিণ কোরিয়া আমেরিকান এফ-৩৫ স্টীলথ ফাইটার জেট হাতে পাওয়ায় উত্তর কোরিয়া বিশেষভাবে হুমকির মুখে রয়েছে। রাডার ব্যবস্থাকে ফাঁকি দিয়ে এ বিমান হামলা চালাতে সক্ষম।

তিনি আরো বলেন, ‘উত্তর কোরিয়া তাদের নতুন অস্ত্রের পরীক্ষা চালানোর সময় প্যাক কিমের সঙ্গে ছিলেন। উত্তর কোরিয়ার শীর্ষ সামরিক কর্মকর্তা হিসেবে তাকে সঙ্গে রাখেন কিম।

প্যাকের এ পদোন্নতি এমন এক সময় দেয়া হলো যখন পিয়ংইয়ং ও ওয়াশিংটনের মধ্যে কার্যকরী পর্যায়ের পরমাণু অলোচনা আটকে গেছে। এ আলোচনা প্রক্রিয়া শুরু করতে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে জুনে একটি চুক্তি হওয়া সত্ত্বেও এটি মুখ থুবড়ে পড়েছে।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables