Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২৬ ১৪৩১, শনিবার ১২ অক্টোবর ২০২৪

কাফনের কাপড় পাঠিয়ে ব্যবসায়ীকে হত্যার হুমকি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:২১, ১ এপ্রিল ২০২৪

প্রিন্ট:

কাফনের কাপড় পাঠিয়ে ব্যবসায়ীকে হত্যার হুমকি

ফাইল ছবি

ঢাকা বিভাগীয় ট্যাংকলরি মালিক সমিতির সভাপতি অকিল উদ্দিন ভূঁইয়া (৬৭) নামে এক ব্যবসায়ীকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। 

রোববার গোদনাইলে তার বাসার সামনে ১টি কাফনের কাপড়, আতর, গোলাপজল, সাবান, আগরবাতিসহ মৃত মানুষের দাফনের প্রয়োজনীয় জিনিস এবং তার নামে একটি কাগজ (চিরকুট) লিখে রেখে যায় অজ্ঞাত দুষ্কৃতিরা। চিরকুটে লেখা ছিল- “অকিল তুই দুনিয়া থেকে বাহির হ। এই লও প্রস্তুতি থাক।” 

এ ব্যাপারে অকিল ভুইঁয়া রোববার সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরিকরেন।

কাফনের কাপড় পাঠিয়ে হুমকি পাওয়া ঢাকা বিভাগীয় ট্যাংকলরি মালিক সমিতির সভাপতি অকিল উদ্দিন বলেন, রোববার ঘুম থেকে উঠে আমার বাড়ির সামনে দেখতে পাই অজ্ঞাতনামা ব্যক্তিরা মৃত ব্যক্তির কাফনের প্রয়োজনীয় জিনিস ও চিরকুট রেখে যায়। তাই আমি জীবনের নিরাপত্তা চেয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি জিডি করেছি। 

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer