
ছবি- বহুমাত্রিক.কম
ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও এর রাণীশংকৈলে গরিব, অসহায় কর্মজীবী/শ্রমজীবী মানুষের মাঝে করোনা পরিস্থিতিতে জরুরি ত্রাণ (খাদ্য সামগ্রী) বিতরণ করেছে বুরো বাংলাদেশ।
সোমবার সকাল ১১ টায় উপজেলা ও জেলা প্রশাসনের সহযোগিতায় মহিলা ডিগ্রি কলেজ মাঠে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, লবণ, আলু, সেমাই, দুধ, চিনি, হ্যান্ড স্যানিটাইজার, সাবান, মাস্ক। এসব ত্রাণ উপজেলার ৫০০ জনের মাঝে বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না, ইউএনও মৌসুমী আফরিদা,মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, বুরো বাংলাদেশের জেলা আঞ্চলিক ব্যবস্থাপক, উপজেলা শাখা ব্যবস্থাপক রায়হান আহমেদ সহ কর্মকর্তা-কর্মচারী প্রমুখ।
বহুমাত্রিক.কম