Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৭ ১৪৩২, রোববার ১১ মে ২০২৫

পর্যবেক্ষক পাঠাতে ইউরোপীয় ইউনিয়নকে সিইসির চিঠি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:২৪, ২৪ সেপ্টেম্বর ২০২৩

প্রিন্ট:

পর্যবেক্ষক পাঠাতে ইউরোপীয় ইউনিয়নকে সিইসির চিঠি

ফাইল ছবি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ছোট পরিসরে করে হলেও পর্যবেক্ষক পাঠানোর জন্য ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-কে চিঠি পাঠিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল । 

রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান।

তিনি বলেন, ইইউ নির্বাচন পর্যবেক্ষক না পাঠানোর জন্য যে সিদ্ধান্ত নিয়েছে, সে ব্যাপারে চিঠি পাঠানো হয়েছে তাদের। আমরা আশা করছি বিষয়টি পুনরায় বিবেচনা করবে ইইউ।

এ সময় তিনি নির্বাচন কমিশনের কাজ নিয়েও কথা বলেন। জানান, নির্বাচন কমিশনের কাজ হচ্ছে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করা।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer