Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৭ ১৪৩২, সোমবার ১২ মে ২০২৫

জাতিসংঘ ‘গভীর সমুদ্র চুক্তি’ সই করলেন প্রধানমন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৪১, ২১ সেপ্টেম্বর ২০২৩

প্রিন্ট:

জাতিসংঘ ‘গভীর সমুদ্র চুক্তি’ সই করলেন প্রধানমন্ত্রী

ছবি- সংগৃহীত

জাতিসংঘ ‘গভীর সমুদ্র চুক্তি’ সই করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার জাতিসংঘ সদর দপ্তরে ‘বায়োলজিক্যাল ডাইভারসিটি অব এরিয়াস বিয়ন্ড ন্যাশনাল জুরিসডিকশন’ (বিবিএনজে) শীর্ষক এ সন্ধিপত্রে সই করেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, চুক্তিতে অতিরিক্ত মৎস্য আহরণ প্রতিরোধ এবং সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষার বিধান অন্তর্ভুক্ত রয়েছে।

এতে জেনেটিক সম্পদের ব্যবস্থাপনা এবং সংরক্ষণকে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং উল্লেখ করা হয়েছে যে এগুলো মানবজাতির ‘কমন হেরিটেজ’-এর অংশ।

তিনি আরো বলেন, চুক্তিটি গভীর সমুদ্রে দূষণ প্রতিরোধ, হ্রাস এবং নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তার স্বীকৃতি দেয়। সুতরাং, এই চুক্তিটি দূষণের ঘটনাগুলোর প্রতিরোধ, নিয়ন্ত্রণ, তদন্ত এবং পদক্ষেপগুলোর যথাযথ প্রয়োগ ও বাস্তবায়নে ভূমিকা পালন করবে বলে আশা করা যাচ্ছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer