Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৭ ১৪৩২, রোববার ১১ মে ২০২৫

সাধারণ সভায় সভাপতি অধ্যাপক মাসুদুল হক

‘গঠনতন্ত্র মেনে গাজীপুর প্রেস ক্লাবের পরবর্তী নির্বাচন’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:০৫, ১২ আগস্ট ২০২৩

প্রিন্ট:

‘গঠনতন্ত্র মেনে গাজীপুর প্রেস ক্লাবের পরবর্তী নির্বাচন’

ছবি: বহুমাত্রিক.কম

গাজীপুর প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভায় গঠনতন্ত্র মেনে সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠ একটি নির্বাচনের মধ্যে দিয়ে গাজীপুর প্রেসক্লাব এর পরবর্তী কার্যনির্বাহী কমিটি গঠিত হবে বলে জানিয়েছেন সভাপতি অধ্যাপক মাসুদুল হক। শনিবার দুপুরে গাজীপুর প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা শেষে এই আশাবাদ জানান তিনি।

গাজীপুর মহানগরীর রথখোলায় অবস্থিত প্রেস ক্লাব ভবনে এই সভায় মোট ৬৭ জন সদস্যের মধ্যে ৪৮ জন অংশগ্রহণ করেন।  প্রেস ক্লাবের সভাপতি ও বাংলাদেশ বেতার এর গাজীপুর প্রতিনিধি অধ্যাপক মাসুদুল হক এতে সভাপতিত্ব করেন। ক্লাবের সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন আহাম্মদ সভায় বার্ষিক প্রতিবেদন ও হিসাব বিবরণী উপস্থাপন করেন। প্রতিবেদন ও হিসাবের বিভিন্ন দিক নিয়ে সাধারণ সদস্যরা মতামত তুলে ধরে তা অনুমোদন করেন। ক্লাবের সুনাম ও মর্যাদা রক্ষায় সদস্যগণ সক্রিয় ভূমিকা রাখায় সভাপতি তাদেরকে ধন্যবাদ জানান।

সাধারণ সভায় অন্যান্যর মধ্যে আরও বক্তব্য রাখেন, অধ্যাপক আমজাদ হোসেন, সৈয়দ লিটন, এম এ সালাম শান্ত, হাবিবুর রহমান, আবদুর রহমান, আবুবকর সিদ্দিক আকন্দ সোহেল, মনজুরুল হক,  রাহিম সরকার,  রেজাউল করিম, জাহাঙ্গীর আলম,  সাদেক আলী ও  আলিম আল রাজী প্রমুখ। ক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক এনামুল হক, অধ্যক্ষ বিল্লাল হোসেন, মোসাদ্দেক হোসেন সহ অন্যান্য সাংবাদিক সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন ।

সভা শেষে গঠনতন্ত্র মেনে সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠ একটি নির্বাচনের মধ্যে দিয়ে গাজীপুর প্রেস ক্লাব এর পরবর্তী কার্যনির্বাহী কমিটি গঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করেন সভাপতি অধ্যাপক মাসুদুল হক।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer