
-আইজিবিই’র গবেষণাগারে অধ্যাপক ড. মো: তোফাজ্জল ইসলাম (ডানে) ও অধ্যাপক ড. মো: মাহবুবুর রহমান (বামে)। ছবি: সংগৃহীত
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (আইবিজিই) এর দুই বিজ্ঞানী অধ্যাপক ড. মো: তোফাজ্জল ইসলাম এবং অধ্যাপক ড. মো: মাহবুবুর রহমান ‘বশেমুরকৃবি গবেষণা সম্মাননা-২০২৩’ লাভ করেছেন। এ বছরই প্রথমবারের মতো মৌলিক গবেষণায় অসামান্য অবদানের জন্য বিশ্ববিদ্যালয়টি ৫ জন শিক্ষককে বশেমুরকৃবি এ সম্মাননা প্রদান করে।
অধ্যাপক মো: তোফাজ্জল ইসলাম বিভিন্ন ফসলের জন্য প্রোবায়োটিক ব্যাকটেরিয়া সমৃদ্ধ জীবাণু সার উদ্ভাবন, ক্রিসপার পদ্ধতি ব্যবহারে গমের ব্লাস্ট রোগের জীবাণু দ্রুত শনাক্তকরণ কিট, ও ব্লাস্ট প্রতিরোধী জাত উদ্ভাবন নিয়ে দীর্ঘদিন যাবৎ গবেষণা করছেন। সম্প্রতি তিনি জাতীয় ফল কাঁঠালের জীবন রহস্য উন্মোচন করেছেন।
অধ্যাপক মো: মাহবুবুর রহমান বাংলাদেশের মাছ ও চিংড়ির গুরুত্বপূর্ণ রোগসমূহের জীবাণু মলিকুলার পদ্ধতিতে সনাক্তকরণ, জীবন রহস্য উন্মোচনের মাধ্যমে জীবাণুসমূহের মলিকুলার বৈশিষ্ট নিরূপণ, তাদের জৈব ব্যবস্থাপনা, মাছের বৃদ্ধি ও রোগ প্রতিরোধের জন্য দেশজ উৎস হতে প্রোবায়োটিক উদ্ভাবন এবং তেলাপিয়া মাছের এন্টারোকক্কাল ইনফেকশনের ভ্যাক্সিন উদ্ভাবন করেছেন। আইবিজিই এর গবেষণালদ্ধ ফলাফল বিশ্বের প্রথম সারির উচ্চ ইমপেক্ট ফ্যাক্টর সম্পন্ন জার্নালসমূহে প্রকাশিত হচ্ছে। এ সকল প্রকাশনা বশেমুরকৃবির বিভিন্ন আন্তর্জাতিক র্যাংকিং অর্জনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।