Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৭ ১৪৩২, রোববার ১১ মে ২০২৫

গাজীপুর সিটি প্রেসক্লাবের নৌকা ভ্রমণ অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪৯, ৩০ জুলাই ২০২৩

প্রিন্ট:

গাজীপুর সিটি প্রেসক্লাবের নৌকা ভ্রমণ অনুষ্ঠিত

ছবি- সংগৃহীত

গাজীপুর সিটি প্রেসক্লাবের উদ্যোগে নৌকা ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে নগরীর ইসলামপুর এলাকার ভাঙা ব্রীজ নৌকা ঘাট থেকে নৌকা ভ্রমণ শুরু হয়। আনন্দ আড্ডার মধ্য দিয়ে গাজীপুর সদর উপজেলার পিরুজালি এলাকার লবলঙ নদের বর্ধিতাংশের পিরুজালি ঘাটে গিয়ে শেষ হয় নৌকা ভ্রমণ। 

গাজীপুর সিটি প্রেসক্লাবের সভাপতি দৈনিক ভোরের দর্পণ ও করতোয়া পত্রিকার গাজীপুর প্রতিনিধি মঞ্জুর হোসেন মিলন ও সাধারণ সম্পাদক দৈনিক আমার বার্তা’র গাজীপুর প্রতিনিধি মো. নজমুল হকের নেতৃত্বে ভ্রমণে অংশগ্রহণ করেন প্রেসক্লাবের সিনিয়র সহ—সভাপতি দৈনিক দেশের কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মেহেদী হাসান সোহেল, সহ-সভাপতি জেটিভি অনলাইন ও দৈনিক করতোয়া’র শ্রীপুর প্রতিনিধি মো: বেলায়েত শেখ, সাংগঠনিক সম্পাদক দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার স্টাফ রিপোর্টার হাসান আলী, কোষাধ্যক্ষ দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার গাজীপুর প্রতিনিধি এ এইচ সবুজ, তথ্য ও প্রকাশনা সম্পাদক দৈনিক বাংলাদেশ কন্ঠ পত্রিকার গাজীপুর প্রতিনিধি জাহিদ হাসান ভূঁইয়া, দপ্তর ও প্রচার সম্পাদক দৈনিক সকাল বেলা পত্রিকার জেলা প্রতিনিধি মো: ইব্রাহিম খলিল।  

সিটি প্রেসক্লাবের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক আমাদের সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার মো: মেহেদী হাসান, দৈনিক বিশ্ব মানচিত্র পত্রিকার মহানগর প্রতিনিধি আব্দুল মোমিন, নাজমুল হাসান পদ্য। এছাড়াও আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন শ্রীপুর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

ভোজন শেষে প্রেসক্লাবের সভাপতি মঞ্জুর হোসেন মিলন সাংবাদিকদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা মুলক বক্তব্য দেন এবং স্মৃতিচারনে সকলে মিলে গ্রুপ ছবিতে আবদ্ধহন। 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer