
গাজীপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত হয়েছে।‘পর্যটনে নতুন ভাবনা’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে শিশু কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা, পর্যটন এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে বাংলাদেশ শিশু একাডেমী গাজীপুর কার্যালয় প্রাঙ্গণে শিশু কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। চিত্রাঙ্কনের বিষয় ছিল বঙ্গবন্ধুর বাংলাদেশ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছাঃ নাসরীন পারভীন। এসময় গাজীপুর জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে গাজীপুরের ছুটি রিসোর্ট মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছাঃ নাসরীন পারভীন। আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী কমিশনার রুবাইয়া ইয়াসমিন, সিনিয়র সহকারী কমিশনার মৌলি মন্ডল, সহকারী কমিশনার মোস্তফা আব্দুল্লাহ আল-নূর, সহকারী কমিশনার মাসুদুর রহমান, সহকারী কমিশনার আল-আমিন হালদার প্রমুখ। পরে তিনি পর্যটন এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন।