Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২ ১৪৩২, বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫

১১৮১ মুক্তিযোদ্ধার গেজেট বাতিল করে প্রজ্ঞাপন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৮, ৭ জুন ২০২০

প্রিন্ট:

১১৮১ মুক্তিযোদ্ধার গেজেট বাতিল করে প্রজ্ঞাপন

১১৮১ জনের মুক্তিযোদ্ধা গেজেট বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন-২০০২ এর ৭ (ঝ) ধারা অনুযায়ী ২০১৯ সালের ১০ ডিসেম্বর তারিখে অনুষ্ঠিত জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৬৬তম সভার সিদ্ধান্ত মোতাবেক এ প্রজ্ঞাপন জারি করা হয়।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সুফি আব্দুল্লাহিল মারুফ এ তথ্য জানিয়েছেন।

তিনি সংবাদ মাধ্যমকে জানান, বাতিলকৃতরা বিজিবি এবং বিমান বাহিনীর। একাত্তরের পরে তারা এসব বাহিনীতে যোগদান করেছিলেন।

গেজেট বাতিলকৃত প্রজ্ঞাপন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.molwa.gov.bd) পাওয়া যাবে।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables