Bahumatrik :: বহুমাত্রিক
 
৩০ আষাঢ় ১৪২৭, মঙ্গলবার ১৪ জুলাই ২০২০, ১১:৪৩ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

হংকং সীমান্তের কাছে চীনা সেনাবাহিনীর কুচকাওয়াজ


১৬ আগস্ট ২০১৯ শুক্রবার, ১১:৫৭  এএম

বহুমাত্রিক ডেস্ক


হংকং সীমান্তের কাছে চীনা সেনাবাহিনীর কুচকাওয়াজ

ঢাকা : হংকং সীমান্তের কাছে শেনঝেন নগরীর স্টেডিয়ামে বৃহস্পতিবার হাজার হাজার চীনা সৈন্যকে লাল পতাকা হাতে কুচকাওয়াজ করতে দেখা গেছে। বার্তা সংস্থা এএফপি’র একজন সাংবাদিক এ কথা জানান।

এছাড়া স্টেডিয়ামের ভেতরে সাঁজোয়া যানও দেখা গেছে বলে সূত্র নিশ্চিত করেছে। হংকংয়ের ১০ সপ্তাহের বিক্ষোভ দমনে চীন হস্তক্ষেপ করতে পারে এমন উদ্বেগের মধ্যেই এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হলো।

চলতি সপ্তাহে রাষ্ট্রীয় বার্তা সংস্থার খবরে বলা হয়, সেন্ট্রাল মিলিটারি কমিশনের আওতাধীন পিপলস আর্মড পুলিশ (পিএপি) এর সদস্যদের শেনঝেনে জড়ো করা হচ্ছে।
সরকার পরিচালিত পিপলস ডেইলি ও গ্লোবাল টাইমসের খবরে সোমবার পিএপি’র সদস্যদের শেনঝেনে জড়ো করার খবর প্রকাশ করা হয়।

দ্য গ্লোবাল টাইমসের এডিটর-ইন-চিফ হু শিজিন বলেন, শেনঝেনে সেনা উপস্থিতির মানে হংকংয়ে চীনের হস্তক্ষেপের প্রস্তুতির আভাস।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

BRTA
Bay Leaf Premium Tea

প্রতিরক্ষা -এর সর্বশেষ