Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ১৭ ১৪৩২, শুক্রবার ০২ জানুয়ারি ২০২৬

সিদ্ধিরগঞ্জে পিকআপ-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৩৭, ২২ মে ২০২০

প্রিন্ট:

সিদ্ধিরগঞ্জে পিকআপ-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পিকআপ ভ্যান ও মাইক্রোবাস সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, সানারপাড় এলাকা দিয়ে একটি পিকআপ ভ্যান ও ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় মাইক্রোবাসের সঙ্গে পিকআপের সংঘর্ষ হলে পিকআপে থাকা তিন যাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়।

নিহতরা হলেন- চাঁদপুরের মতলবের রফিকুল ইসলাম (৬২), গাইবান্ধার পলাশবাড়ী এলাকার মাহাদীপুরের মিন্টু মিয়া (৫৮) ও মুন্সীগঞ্জের টুঙ্গীবাড়ি এলাকার বোরহান উদ্দিন (৬০)।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ফারুক। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করেছে।

ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Walton
Walton