Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ১৭ ১৪৩২, বুধবার ০২ জুলাই ২০২৫

সাভারে ট্রাক চাপায় পোশাক শ্রমিক নিহত

তুহিন আহামেদ, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৪২, ১৭ ফেব্রুয়ারি ২০২০

প্রিন্ট:

সাভারে ট্রাক চাপায় পোশাক শ্রমিক নিহত

ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ফুলবাড়িয়া এলাকায় পাথড় বোঝায় ট্রাক চাপায় রশিদ খান (৩৫) নামের এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।সোমবার সকাল ৮ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ফুলবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রশিদ খান কুড়িগ্রামের নাগেশ্বরী থানাধীন সুকথায় গ্রামের তাইফুর রহমানের ছেলে। তিনি সাভারের একেএইচ নিটিং এন্ড ডাইং নামক পোশাক কারখানায় কাজ করতেন।

সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক বলেন, সকালে ঢাকা-আরিচা মহাসড়ক পার হয়ে কারখানায় যাচ্ছিলেন রশিদ। এসময় নবীনগর থেকে ঢাকাগামী একটি পাথড় বোঁঝায় ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। পরিবারের সদস্যরা আসলে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া ট্রাকের চালককে আটকের চেষ্টা চলছে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer