Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২০ ১৪৩২, রোববার ০৬ জুলাই ২০২৫

যশোরে কৃষক সংগ্রাম সমিতির স্মারকলিপি

কাজী রকিবুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:০৩, ৭ অক্টোবর ২০২০

প্রিন্ট:

যশোরে কৃষক সংগ্রাম সমিতির স্মারকলিপি

ছবি- বহুমাত্রিক.কম

যশোর : পাটের মণপ্রতি সর্বনিম্ন মূল্য ৩ হাজার টাকা, বন্ধ রাষ্ট্রায়াত্ব পাটকল চালু ও আধুনিকায়নের দাবিতে উপজেলার নির্বাহী অফিসারের মাধ্যমে কৃষিমন্ত্রীর বরাবর স্মারকলিপি পেশ করা হয়েছে।

বুধবার দুপুরে কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোরের সদর, মণিরামপুর, কেশবপুর, অভয়নগর থানা কমিটির উদ্যোগে পৃথক ভাবে স্মারক লিপি পেশ করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামানের নিকট স্মারকলিপি প্রদান করেন থানা কমিটির সাধারণ সম্পাদক জগন্নাথ বিশ্বাস এবং মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসানের পক্ষে সিএ গোলাম হোসেনের নিকট স্মারকলিপিটি প্রদান করেন থানা সভাপতি পরিতোষ দেবনাথ ও সাধারণ সম্পাদক আশিষ গাইন। এছাড়া কেশবপুর ও অভয়নগরেও স্মারকলিপি প্রদান করা হয়।

বহুমাত্রিক.কম