Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২০ ১৪৩২, রোববার ০৬ জুলাই ২০২৫

বাড়ির পাশে গাছে ঝোলানো স্বামীর লাশ, ঘরে স্ত্রীর

সাতক্ষীরা সংবাদদাতা

প্রকাশিত: ১০:৫৩, ৮ ডিসেম্বর ২০১৯

আপডেট: ১৩:৩১, ৮ ডিসেম্বর ২০১৯

প্রিন্ট:

বাড়ির পাশে গাছে ঝোলানো স্বামীর লাশ, ঘরে স্ত্রীর

সাতক্ষীরা : সাতক্ষীরা শ্যামনগরে স্ত্রী সোনা বিবিকে (৩৫) কুপিয়ে হত্যার পর স্বামী মান্নান গাজী (৫০) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।শনিবার গভীর রাতে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের কাকুচিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত সোনা বিবি কালিঞ্চি গ্রামের সিরাজ গাজীর মেয়ে ও মান্নান গাজী কাকুচিপাড়া গ্রামের মৃত সোহরাব গাজীর ছেলে।স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এরই জের ধরে স্বামী রাতে ধারালে অস্ত্র দিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেন। স্থীর গায়ে ঘাড়ে গলায় পিটে পায়ে জখমের চিহৃ আছে। এরপর বাড়ির পাশে গাছে ঝুলন্ত অবস্থায় মান্নার গাজীর মরহেদ উদ্ধার করা হয়। তাদের দুটি ছেলে সন্তান রয়েছে।

সাতক্ষীরা শ্যামনগর থানার (ওসি) তদন্ত ইয়াছিন আলম জানান, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ নিহত স্ত্রী সোনা বিবি ও স্বামী মান্নান গাজীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে স্বামী-স্ত্রীর বিরোধের কারণে এমন ঘটনা ঘটেছে।

বহুমাত্রিক.কম