Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২ ১৪৩২, শুক্রবার ১৯ সেপ্টেম্বর ২০২৫

বাকৃবিতে খোন্দকার নাসিরউদ্দিনের যোগদান

আতিকুর রহমান

প্রকাশিত: ০১:৫৭, ২ অক্টোবর ২০১৯

প্রিন্ট:

বাকৃবিতে খোন্দকার নাসিরউদ্দিনের যোগদান

বাকৃবি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার মো. নাসিরউদ্দিন মঙ্গলবার পূর্বের কর্মস্থল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বায়োটেকনোলজি বিভাগে যোগদান করেছেন। বায়োটেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক ড. শহিদুল ইসলাম বলেন, কোন শিক্ষক প্রেষণে গেলে পুনরায় কর্মস্থলে যোগ দিতে বিভাগীয় প্রধান বরাবর আবেদন করতে হয়। তিনি আবেদন করে আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছেন এবং আগামী দুইদিন বুধবার ও বৃহস্পতিবার ছুটি নিয়েছেন। উল্লেখ্য বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের দীর্ঘ ১২ দিনের আন্দোলনের পর সোমবার পদত্যাগ করেন বশেমুরবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসিরউদ্দিন।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator cables
Walton Refrigerator cables