Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ১৮ ১৪৩২, শুক্রবার ০২ জানুয়ারি ২০২৬

নুসরাত হত্যা: আওয়ামী লীগ নেতা রুহুল আমিন আটক

ফেনী সংবাদদাতা

প্রকাশিত: ১৯:১৪, ১৯ এপ্রিল ২০১৯

প্রিন্ট:

নুসরাত হত্যা: আওয়ামী লীগ নেতা রুহুল আমিন আটক

ফেনী : ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার পরিচালনা কমিটির সহসভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিনকে আটক করেছে পিবিআই।

শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে পিবিআই সদস্যরা পৌরসভার তাকিয়া রোড এলাকার নিজ বাসভবন থেকে রুহুল আমিনকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যান বলে জানান তার চাচাতো ভাই লিটন মেম্বার।

লিটন মেম্বার জানান, বিকেলে একটি মাইক্রোবাসে করে বাসা থেকে রুহুল আমিনকে নিয়ে গেছেন কয়েকজন। তারা নিজেদের পিবিআই সদস্য হিসেবে পরিচয় দিয়েছেন। মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে।

তিনি বলেন, তুলে নিয়ে যাওয়ার সময় তারা বলেছেন, তাদের ‘স্যার’ রুহুল আমিনের সঙ্গে কথা বলতে চান।

এ বিষয়ে নুসরাত হত্যা মামলার তদন্ত সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র সমকালকে জানায়, নুসরাত হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রুহুল আমিনকে আটক করা হয়েছে।

বহুমাত্রিক.কম

Walton
Walton