Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ১ ১৪৩২, বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫

ঢাবি সিনেট থেকে নিজের নাম প্রত্যাহার করে নিচ্ছেন শোভন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৫০, ১৬ সেপ্টেম্বর ২০১৯

প্রিন্ট:

ঢাবি সিনেট থেকে নিজের নাম প্রত্যাহার করে নিচ্ছেন শোভন

ঢাকা : চাঁদাদাবির অভিযোগে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি থেকে পদ হারানোর পর এবার ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিনেটের ছাত্র প্রতিনিধি থেকে নিজের নাম প্রত্যাহার করে নিচ্ছেন রেজওয়ানুল হক চৌধুরী শোভন।

সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের কাছে তিনি এ সম্পর্কিত একটি আবেদন পৌঁছে দেন। ছাত্রলীগের দফতর সম্পাদক আহসান হাবিব কপিটি উপাচার্যের কার্যালয়ে নিয়ে যান।

আবেদনপত্রে ব্যক্তিগত কারণে সিনেটের দায়িত্ব পালন করা সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গণমাধ্যকে বলেন, এ সম্পর্কিত একটি আবেদন পেয়েছি। এ নিয়ে সংশ্লিষ্ট সভায় বিধি মোতাবেক সিদ্ধান্ত নেওয়া হবে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator cables
Walton Refrigerator cables