Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২ ১৪৩২, বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫

ঠাকুরগাঁওয়ে যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪৫, ১১ নভেম্বর ২০১৯

প্রিন্ট:

ঠাকুরগাঁওয়ে যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

 
ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে  জেলা যুবলীগের আয়োজনে সোমবার বিকেলে জেলা পরিষদ অডিটোরিয়াম চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং একই জায়গায় এসে শেষ হয়। 
 
র‌্যালিতে জেলা যুবলীগ, উপজেলা যুবলীগ, পৌর যুবলীগ সহ বিভিন্ন ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। 
পরে জেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
 
জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মুহা: সাদেক কুরাইশী। 
 
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান বাবলু, মাহবুবুর রহমান খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, দপ্তর সম্পাদক অধ্যক্ষ জুলফিকার আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট অরুনাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক পবারুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পুলক প্রমুখ।
 
অনুষ্ঠান পরিচালনা করেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীর।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator cables
Walton Refrigerator cables