Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২০ ১৪৩২, রোববার ০৬ জুলাই ২০২৫

ঠাকুরগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধা মহিলা আত্মহত্যা

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩৬, ২ মার্চ ২০২১

প্রিন্ট:

ঠাকুরগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধা মহিলা আত্মহত্যা

ঠাকুরগাঁও সদর উপজেলার ৬নং আউলিয়াপুর ইউনিয়নের ৪নং ওয়াডের কচুবাড়ী কাজী ফামর্স পাড়া গ্রামের আকবর আলী এর স্ত্রী ঝরনা বেগম (৫০) নামে এক বৃদ্ধ মহিলা অসুস্থ যন্ত্রণা সহ্য করতে না পেরে গলায় ফাঁসদিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার দুপুরে গোয়াল ঘরের সরের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁসদিয়ে আত্মহত্যা করেছেন।

স্থানীয় এলাকাবাসী জানান, ঝরনা বেগম দীর্ঘ দিন ধরে মাথা ব্যাথার যন্ত্রণা সহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলো। এর আগেও তিনি দুই তিন বারের অধিক গলায় ফাঁসদিয়ে আত্মহত্যা করতে গিয়েছিলেন কিন্তু স্বামী সন্তান ও এলাকাবাসী ফাঁস দেওয়া দেখে ফেলার কারণে তা সম্ভব হয়নি।

আকবর আলীর ১ম স্ত্রী ঝরনা বেগম তার ২ ছেলে ১ মেয়ে রয়েছে। তারা জানান, তার মায়ের উন্নত চিকিৎসার করার জন্য রংপুরের ডাক্তার দ্বারা তার মায়ের চিকিৎসা চালিয়ে যাচ্ছিল কিন্তু আমরা সকালে মাঠে কাজে গেলে সকলের অনুপস্থিতে কখন যে আমার মা গলায় ফাঁস দিয়ে আত্যহত্যা করেছে আমরা কেউ তা বুঝতে পারিনি। ঠাকুরগাঁও সদর থানার পুলিশ পরিদর্শক এসআই পিযুষ ঘটনা স্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বহুমাত্রিক.কম