Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৩১ ১৪৩২, বুধবার ১৭ সেপ্টেম্বর ২০২৫

চীনা টিকার অনুমোদন দিতে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:০৯, ৪ মে ২০২১

প্রিন্ট:

চীনা টিকার অনুমোদন দিতে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্রাণঘাতী করোনা প্রতিরোধে চীনের দুটি টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হবে কিনা, চলতি সপ্তাহে সেই সিদ্ধান্ত নেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এই প্রথম চীনের কোনো টিকা জাতিসংঘের স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেতে যাচ্ছে। বিভিন্ন দেশ এতে চীনা টিকার ব্যাপক ব্যবহারে উৎসাহিত হবে।-খবর ডেইলি সাবাহর

এর আগে চীন ছাড়া মাত্র কয়েকটি দেশ জনগণের মধ্যে এই টিকা দেওয়ার কার্যক্রম চালিয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তা ম্যারিয়াংগেলা সিমাও বলেন, সিনোফার্ম ও সিনোভ্যাক টিকার ওপর ডব্লিউএইচও’র কারিগরি পরামর্শকরা কাজ করছেন। তাদের কাছ থেকে সিদ্ধান্ত আসার আগে কিছু চূড়ান্ত কার্যক্রম বাকি আছে।

তিনি বলেন, প্রথমে সিনোফার্ম নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে, পরে আসবে সিনোভ্যাক। কিছু দেশ তাদের টিকা কার্যক্রম শুরু করতে এই সিদ্ধান্তের অপেক্ষায় আছেন।

সিনোভ্যাক বলছে, তাদের করোনাভ্যাক টিকা নিরাপদ এবং তিন থেকে ১৭ বছর বয়সীদের ক্ষেত্রে এটা কার্যকর। শিশু ও কিশোরদের শরীরে রোগপ্রতিরোধ ক্ষমতা তৈরিতে সক্ষম এই টিকা।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables