Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ৩০ ১৪৩২, বুধবার ১৬ জুলাই ২০২৫

কুমিল্লায় ভয়াবহ সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ আহত ৩০

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:০৮, ১৩ জানুয়ারি ২০২২

প্রিন্ট:

কুমিল্লায় ভয়াবহ সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ আহত ৩০

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় বেলুন ফোলানো গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ ৩০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার মোকরা ইউনিয়নের বিরলি গ্রামে মাঠে এ ঘটনা ঘটে।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফারুক সময় নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আহতদের মধ্যে কয়েকটি শিশুকে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আর গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, বিরলি গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন (৪০) নিজ বাড়ির উঠানে গ্যাস বেলুন বিক্রি করতেন। বৃহস্পতিবার বিকেলে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়। সে সময় সেখানে উপস্থিত শিশুরা আহত হয়।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগ থেকে জানানো হয়, গ্যাস বিস্ফোরণে আহত ১০টিরও বেশি শিশুকে এ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।