Bahumatrik :: বহুমাত্রিক
 
৩১ বৈশাখ ১৪২৮, শুক্রবার ১৪ মে ২০২১, ২:২২ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

ওবায়দুল কাদের ও তার স্ত্রী আমাকে হত্যা করতে চায়: কাদের মির্জা


০১ মে ২০২১ শনিবার, ১১:০৫  পিএম

বহুমাত্রিক ডেস্ক


ওবায়দুল কাদের ও তার স্ত্রী আমাকে হত্যা করতে চায়: কাদের মির্জা

নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তার স্ত্রী ইসরাতুন্নেসা কাদের, একরামুল করিম চৌধুরী ও নিজাম হাজারী আমাকে ও আমার ছেলেকে হত্যা করতে চায়।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার সময় তার ফেইসবুক আইডিতে এমন একটি পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

ফেসবুকে কাদের মির্জা লিখেছিলেন, ‘ওবায়দুল কাদের, তার স্ত্রী ইসরাতুন্নেসা কাদের, সাংসদ একরামুল করিম চৌধুরী ও সাংসদ নিজাম হাজারীর নির্দেশে সন্ত্রাসী মিজানুর রহমান বাদল, ফখরুল ইসলাম রাহাত, আজম পাশা রুমেল, বাসস্ট্যান্ডের চাঁদাবাজ সবুজ, টেকের মাদক সম্রাট সবুজ, মাহবুবুর রশিদ মঞ্জু, কচি, খিজির হায়াত, আরিফ, আলাল, ঢাকার চাঁদাবাজ জুয়েল, ভূমি দস্যু শাহিন, টাকা চোর রিমন, সন্ত্রাসী কানা রাজ্জাক, দাগনভুঁঞার সন্ত্রাসী জহিরুল ইসলাম তানভীর, রবেন্স, রনী, লিংকন, রিয়াদ এরা আমাকে ও আমার সন্তানকে হত্যার জন্য সক্রিয় ভাবে মাঠে নেমেছে। আপনারা আমার ও আমার সন্তানের জন্য দোয়া করবেন।’

উল্লেখ্য, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোটভাই বসুরহাটের মেয়র কাদের মির্জার সাথে স্থানীয় উপজেলা আওয়ামী লীগের দ্বন্দ্ব-সংঘাত চলে আসছে। এর জের ধরে সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে। 

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।