Bahumatrik :: বহুমাত্রিক
 
১৮ জ্যৈষ্ঠ ১৪২৭, সোমবার ০১ জুন ২০২০, ৬:২৯ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

ঈদ উপলক্ষে কুবিতে ১৪ দিনের ছুটি শুরু


০৬ আগস্ট ২০১৯ মঙ্গলবার, ০৪:১৬  পিএম

রিদওয়ানুল ইসলাম, কুবি প্রতিনিধি

বহুমাত্রিক.কম


ঈদ উপলক্ষে কুবিতে ১৪ দিনের ছুটি শুরু

কুমিল্লা : পবিত্র ঈদ-উল-আযহা ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১৪ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়।আজ মঙ্গলবার থেকে আগামী ১৯ আগস্ট পর্যন্ত চলবে এ ছুটি। তবে ১৬ আগস্ট থেকে প্রশাসনিক সকল কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার সুত্রে জানা যায়, পবিত্র ঈদ-উল-আযহা ও জাতীয় শোক দিবস উপলক্ষে আগামী ৬ আগস্ট থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। ১৬ আগস্ট থেকে যথারীতি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শুরু হবে।তবে শিক্ষা কার্যক্রম কার্যক্রম শুরু হবে আগামী ২০ আগস্ট থেকে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো আজ মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত খোলা থাকবে বলে জানিয়েছে হল প্রশাসন। তবে বন্ধ শেষে আগামী ১৭ আগস্ট থেকে হলগুলো শিক্ষার্থীদের জন্য খোলে দেওয়া হবে।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।