Bahumatrik :: বহুমাত্রিক
 
৩১ বৈশাখ ১৪২৮, শুক্রবার ১৪ মে ২০২১, ১:৩৪ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

আক্কেলপুরে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময়


২২ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার, ০৩:৫২  পিএম

আক্কেলপুর প্রতিনিধি

বহুমাত্রিক.কম


আক্কেলপুরে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময়

জয়পুরহাটের আক্কেলপুরে নবাগত ওসি সাইদুর রহমানের সঙ্গে প্রেসক্লাব আক্কেলপুরের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার আক্কেলপুর থানায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে নবাগত ওসি সাইদুর রহমান বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সাংবাদিক ও পুলিশ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ কমে যাবে। তিনি আইনশৃঙ্খলা রক্ষায় প্রেস ক্লাবের সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রেস ক্লাব আক্কেলপুরের সহ সভাপতি আব্দুল মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক মওদুদ আহম্মেদ। এ সময় উপস্থিত ছিলেন- কোষাধ্যক্ষ শাদমান হাফিজ শুভ, সাংগঠনিক সম্পাদক সকেল হোসেন, সদস্য নিশাত আনজুমান ও নুর ওয়ালিদ।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।