
ঢাকা: পেট্রোবাস তেল কেলেঙ্কারির অভিযোগে পদত্যাগ করেছেন ব্রাজিলের পর্যটনমন্ত্রী হেনরিক এদোয়ার্দো আলভেজ। তিনি দেশটির বর্তমান প্রেসিডেন্ট মিচেল তেমেরের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন।
মাত্র এক মাসের কিছু সময় আগে দায়িত্বে আসা তেমের সরকারের তৃতীয় মন্ত্রী হিসেবে বৃহস্পতিবার পদত্যাগ করলেন আলভেজ।
প্রেসিডেন্ট মিশেল টেমারসহ ২০ জন নেতার বিরুদ্ধে বুধবার দুর্নীতির অভিযোগের বিভিন্ন তথ্য প্রমান প্রকাশ করেন সুপ্রিম কোর্ট। রাষ্ট্রীয় তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান পেট্রোবাসের সাবেক নির্বাহী প্রধান সার্জিও মাচাদো তাদের বিরুদ্ধে এই অভিযোগ গঠন করেন।
টেমার ও আলভেজ দু`জনই নির্বাচনী প্রচারণার জন্য পেট্রোবাস থেকে অবৈধ উপায়ে বিপুল অংকের অর্থ দাবি করেছিলেন বলে দাবি সার্জিওর। তবে এ অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন টেমার ও আলভেজ।