Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৮ ১৪৩২, সোমবার ১২ মে ২০২৫

থাইল্যান্ডে গাছের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত ১৪

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৮, ৫ ডিসেম্বর ২০২৩

প্রিন্ট:

থাইল্যান্ডে গাছের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত ১৪

ছবি- সংগৃহীত

থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে সোংখলা প্রদেশে যাওয়ার সময় প্রচুয়াপ খিরি খান প্রদেশে এক সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন। সড়ক থেকে একটি যাত্রীবাহী ডাবল ডেকার বাস ছিটকে গিয়ে স্থানীয় হাট ওয়ানাকর্ন ন্যাশনাল পার্কের কাছে একটি গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে ওই ১৪ যাত্রী নিহত হন। এতে আহত হয়েছেন আরও ৩২ জন। স্থানীয় সময় মঙ্গলবার ভোর রাতে এই সড়ক দুর্ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, দুর্ঘটনার সময় বাসে  ৪৯ জন যাত্রী ছিলো। দুর্ঘটনার সঠিক কারণ সম্পর্কে এখনও জানা যায়নি। তবে পুলিশ ধারণা করছে চালক ঘুমের ঘোরে গাড়ি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে। তবে এ দুর্ঘটনায় কাকতলীয়ভাবে বেঁচে গেছেন চালক। 

৩৫ জন আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় সাওয়াং রুংরুয়েং রেসকিউ ফাউন্ডেশন। নিহতরা সবাই থাই নাগরিক কি না সে বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ। সূত্র: বিবিসি

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer