Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৮ ১৪৩২, সোমবার ১২ মে ২০২৫

ইরান থেকে যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছেন পাঁচ মার্কিন নাগরিক

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৪২, ১৮ সেপ্টেম্বর ২০২৩

প্রিন্ট:

ইরান থেকে যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছেন পাঁচ মার্কিন নাগরিক

ছবি- সংগৃহীত

ইরানে বছরের পর বছর ধরে জেলে থাকা পাঁচ মার্কিন নাগরিক বন্দি বিনিময়ের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছেন। ইরানি পাসপোর্টধারী চার পুরুষ ও এক নারী ইরানের রাজধানী তেহরান থেকে কাতারি বিমানে উঠে দেশে যাচ্ছেন।–বিবিসি

তাদের মুক্তির বিষয়টি নির্ভর করে ইরানি তহবিলে ৬ বিলিয়ন মার্কিন ডলার (৪.৮ বিলিয়ন পাউন্ড) স্থানান্তরের উপর, যা দক্ষিণ কোরিয়ার কাছে তেল বিক্রি করে অর্জিত হয়েছিল। কাতারের দোহার ব্যাংকগুলিতে - যা এখন সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

কাতারের মধ্যস্থতায় বন্দী বিনিময়ের অংশ হিসাবে একই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দী পাঁচ ইরানীকে মুক্তি দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে দীর্ঘদিন ধরেই দর কষাকষির প্রধান হিসেবে ইরানের দ্বারা ব্যবহৃত জিম্মি হিসেবে দেখা আমেরিকানদের দেশে ফিরিয়ে আনার আহ্বান জানানো হয়েছে।

তবে নেতৃস্থানীয় মার্কিন রিপাবলিকান এবং ইরানী কর্মীরা এই অদলবদলের নিন্দা করেছেন। বলেছেন এটি কেবল আরও জিম্মিকে উত্সাহিত করবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer