Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

বিদেশি পর্যটকদের জন্য বাংলাদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:১০, ২৬ সেপ্টেম্বর ২০২২

প্রিন্ট:

বিদেশি পর্যটকদের জন্য বাংলাদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার

বিদেশি পর্যটকদের জন্য বাংলাদেশ ভ্রমণে ক্ষেত্রে করোনা মহামারিজনিত প্রটোকলের কারণে দীর্ঘদিন ধরে বাংলাদেশের ভিসা দেওয়া বন্ধ ছিল। অবশেষে সোমবার থেকে বাংলাদেশে বিদেশি পর্যটক আসার বিধিনিষেধ তুলে নেওয়া হলো। এর ফলে বিদেশি পর্যটকদের বাংলাদেশ ভ্রমনে আর কোন বাধা রইলনা।

আজ আগারগাঁওয়ে পর্যটন ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।

কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। এসময় মঙ্গলবার ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ পর্যটন কর্পোরেশেনের নানা কর্মসূচি নিয়ে কথা বলেন তিনি।

এ দিন খাদ্য উৎসব, লাইভ কুকিং শো ও হোটেল-মোটেলের আবাসনে ৩০ শতাংশ ছাড়সহ নানা কর্মসূচি দিয়েছে পর্যটন কর্পোরেশন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer