Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৯ ১৪৩২, মঙ্গলবার ১৩ মে ২০২৫

রয়েল টিউলিপ সী পার্ল এ সওজ কর্মকর্তা-কর্মচারিদের ৫০ শতাংশ ছাড়

মো. নজরুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩৩, ৩০ আগস্ট ২০২২

প্রিন্ট:

রয়েল টিউলিপ সী পার্ল এ সওজ কর্মকর্তা-কর্মচারিদের ৫০ শতাংশ ছাড়

 

পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের ইনানী বিচে গড়ে তোলা স্পেনীয় স্থাপত্যরীতিতে নির্মিত লাক্সারিয়াস রিসোর্ট ফাইভ স্টার হোটেল রয়েল টিউলিপ সী পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা’তে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারিদের জন্য ৫০ শতাংশ ডিসকাউন্ড (ছাড়) এর ব্যাপারে সওজ এবং সী পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা’র কর্তৃপক্ষের মাঝে ২৯ আগষ্ট রাতে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

কক্সবাজার সওজ ভবনে সওজ এর পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন কক্সবাজার সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাহে আরেফিন শিকদার ও কক্সবাজারের উপ-বিভাগী প্রকৌশলী মোঃ আজহারুল ইষলাম এবং সী পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা’র পক্ষে সেলস এন্ড মার্কেটিং এর পরিচালক এম এ আওয়াল ও সহকারি ম্যঅনেজার সেলস মোঃ জাহিদ হাসান।

এই তথ্য নিশ্চিত করে সওজ ডিপ্লোমা প্রকৌশলী সমিতি কেন্দ্রীয় নির্বাহী কমিটির (ময়মনসিংহ অঞ্চল) সহ-সভাপতি নূরে আলম কামাল পাশা দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের ইনানীতে ফাইভ স্টার হোটেল রয়েল টিউলিপ সী পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা’তে সওজ এর সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারিদের জন্য ৫০ শতাংশ ডিসকাউন্ড (ছাড়) এর ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করায় তাদেরঅভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

 

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer