
ছবি- সংগৃহীত
সরকার পতনের এক দফা দাবিতে বিএনপি ও সমমনাদলগুলোর পঞ্চম দফায় ডাকা ৪৮ ঘণ্টা অবরোধ ও তফসিল ঘোষণার প্রতিবাদে বাম জোটের ডাকা অর্ধদিবস হরতালের প্রভাব নেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে। বৃহস্পতিবার সকাল থেকেই এই মহাসড়কে যান চালাচল স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আব্দুল্লাহপুর, টঙ্গী বাজার, স্টেশন রোড, মিলগেট, চেরাগআলী, কলেজ গেট, হোসেন মার্কেট থেকে গাজীপুর পর্যন্ত সড়কে গণপরিবহনের চলাচল স্বাভাবিক দেখা গেছে।
একই সঙ্গে ব্যক্তিগত ও পণ্যবাহী গাড়ির সংখ্যাও অন্য দিনের তুলনায় বেশি ছিল। তবে খুব কম দেখা গেছে দূরপাল্লার যানবাহন। সড়কগুলো ঘুরে দেখা গেছে, অফিসগামী যাত্রীদের চাপ অন্য দিনের মতোই।
ট্রাফিক পরিদর্শক (টিআই) মোমিন আলী বলেন, আমরা মহাসড়কে যানবাহন নিয়ন্ত্রণে কাজ করছি। এখনো কোনো সমস্যা হয়নি।