
ফাইল ছবি
দৈনিক যুগান্তর-এর সিনিয়র রিপোর্টার হাবিবুর রহমান হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাংবাদিকতা বিভাগের মেধাবী ছাত্র ছিলেন।মঙ্গলবার মিরপুর হার্ট ফাউন্ডেশনে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাবিবুর রহমানের স্ত্রী জানান, মঙ্গলবার বিকেল ৪টার দিকে মিরপুরের বাসায় তার হার্ট অ্যাটাক হয়। সঙ্গে সঙ্গে তাকে মিরপুর হার্ট ফাউন্ডেশনে নেয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তরুণ এই রিপোর্টার যুগান্তর পত্রিকার বিএনপি বিটের সংবাদ কভার করতেন। তার মৃত্যুর খবর পেয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাৎক্ষণিকভাবে হাসপাতালে যাচ্ছেন।