Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৭ ১৪৩২, সোমবার ১২ মে ২০২৫

এক যুগপ্রবর্তক সাংবাদিকের জন্মদিন আজ

আশরাফুল ইসলাম

প্রকাশিত: ১১:০১, ২১ আগস্ট ২০২৩

আপডেট: ১১:০৪, ২১ আগস্ট ২০২৩

প্রিন্ট:

এক যুগপ্রবর্তক সাংবাদিকের জন্মদিন আজ

-আলমগীর হোসেন। ছবি: সংগৃহীত

এই সময়ে ইলেকট্রনিক গণমাধ্যমের যে জয়জয়কার দু'দশক আগেও তা ছিল না। মুদ্রিত সংবাদপত্রই ছিল তখন ভরসা। সীমিত কিছু গণমাধ্যমকেই পাঠকরা চিনতেন। গুণী সাংবাদিক ও সম্পাদকদের হাত ধরে কিছু দৈনিক পত্রিকা নিজস্ব ঘরানা তৈরি করে ইতিহাসে স্বাতন্ত্রিক জায়গা করে নিয়েছে। কবি শামসুর রাহমান, সন্তোষ গুপ্তদের হাত ধরে সংবাদ; মানিক মিয়ার সম্পাদনায় ইত্তেফাক বহুদশক ধরে গণমানুষের অধিকার আদায়ের হাতিয়ারই কেবল হয়নি, এই অঞ্চলের মানুষের রুচি-মননও সৃষ্টি করেছে বললে ভুল হবে না।

কিন্তু প্রযুক্তির উৎকর্ষ,  বিশ্বায়নের যে ঢেউ বঙ্গোপসাগর তীরের বদ্বীপটিতে আছড়ে পড়ে তার প্রভাব এখানে পড়তে বাধ্য। দৈনিক ইত্তেফাকের তুমুল জনপ্রিয়তার যুগে পত্রিকাটির বিশেষ প্রতিনিধি ছিলেন একজন সুদর্শন দীর্ঘদেহী আলমগীর হোসেন। পেশাদারিত্ব, ব্যক্তিত্বের শক্তি আর বলিষ্ঠ কণ্ঠস্বর তাকে দিয়েছিল এক স্বাতন্ত্রিক অবস্থান। পল্লীকবি জসিমউদ্দিনের দেশ ফরিদপুরে জন্ম নেওয়া আলমগীর হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থাতেই সাংবাদিকতায় যুক্ত হন।

সুদীর্ঘ বর্ণাঢ্য কর্মময় জীবনে তিনি কাজ করার সুযোগ পান আনন্দবাজার পত্রিকা, খালিজ টাইমস এর মতো সাড়া জাগানো পত্রিকায়। ইত্তেফাকে তাঁর সাড়া জাগানো অজস্র প্রতিবেদনের প্রতিটির পেছনে কত বৈচিত্র্যময় আখ্যান! জিয়ার সামরিক শাসনামলে বিমানবন্দরে নিয়ম ভাঙা পদস্থ কর্মকর্তার পদচ্যুতি পেছনে আলমগীর হোসেনের শুধুমাত্র একটি ছোট্ট প্রতিবেদন '...টিকে আটকানো গেল না'

তবে এই আলমগীর হোসেন যুগপ্রবর্তক সাংবাদিক ঠিক এসব কারণে হয়ে উঠেননি। অত্যন্ত সৌখিন আর রুচিবান সাংবাদিক হিসেবে তাঁর যে সুখ্যাতি অনুপম কর্মের মাধ্যমেও তিনি তার স্বাক্ষর রেখেছেন। প্রযুক্তির চরম উৎকর্ষ তখনও না এলেও তার পদধ্বনি তিনি ঠিক আচ করতে পেরেছিলেন আলমগীর হোসেন। সেকারণেই তিনি হাত দিয়েছিলেন প্রচলিত গণমাধ্যম ধারণার বাইরে নবযুগের প্রযুক্তিবান্ধব গণমাধ্যমের।

বাংলাদেশে অনলাইন গণমাধ্যমের ধারণাকে প্রথমে জনাব হোসেনই সামনে আনেন। সাংবাদিকতার উপার্জনের সীমিত সামর্থে একাত্তর,  বিডিনিউজ এর মতো অনলাইন সংবাদপত্র সামনে নিয়ে এলেন। পৃষ্ঠপোষকতা না পেলেও দমে যাননি তিনি। এক পর্যায়ে তিনি দাড় করাতে সক্ষম হন বাংলানিউজ২৪.কম। এই অনলাইনটি আলমগীর হোসেনের নেতৃত্বে এক ঈর্ষনীয় সাফল্য লাভ করে। পরবর্তীতে তিনি গড়েন বার্তা২৪ এর মতো বলিষ্ঠ অনলাইন পোর্টাল। বলা যায় তাঁর হাত ধরে দেশে অনলাইন নিউজ পোর্টাল আজ প্রভাবশালী গণমাধ্যমে পরিণত।

সাম্প্রতিক বছরে তিনি সমকাল সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেছেন। জীননের সাত দশক পেরিয়েও আলমগীর হোসেন আরও দীপ্তিমান, আরও আত্মপ্রত্যয়ী।  ২১ আগস্ট তাঁর জন্মদিন, যদিও ২১ আগস্ট গ্রেনেড হামলার পর থেকে ওই ঘটনায় নিহতদের স্মরণে তিনি জন্মদিন উদযাপন করেন না। তবুও আমরা এই যুগপ্রবর্তক সম্পাদকের নিরোগ স্বাস্থ্য কামনা করি, আপনি শতায়ু হোন। শুভ জন্মদিন আলমগীর ভাই।

লেখক: প্রধান সম্পাদক, বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer