Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৭ ১৪৩২, সোমবার ১২ মে ২০২৫

সাংবাদিক এম এম মুসার পিতৃবিয়োগ: বিশিষ্টজনদের শোক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৫২, ৮ আগস্ট ২০২৩

আপডেট: ২৩:০৬, ৮ আগস্ট ২০২৩

প্রিন্ট:

সাংবাদিক এম এম মুসার পিতৃবিয়োগ: বিশিষ্টজনদের শোক

-সাংবাদিক এম এম মুসার পিতৃবিয়োগে গভীর শোক জানিয়েছেন বিশিষ্টজনরা

দৈনিক কালবেলার সাংবাদিক এম এম মুসার বাবা আবদুল হামিদ মিয়া মারা গেছেন (ইন্নাল্লিাহি ওয়া ইন্নাইলিইহি রাজিউন)। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি ডায়াবেটিকস-উচ্চ রক্তচাপসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।

গত ২ আগস্ট খুলনার পাইকগাছার গ্রামের বাড়িতে মস্তিষ্কে রক্তক্ষরণ  ও হৃদরোগে আক্রান্ত হলে আবদুল হামিদ মিয়াকে ঢাকায় এনে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ সন্ধ্যায় প্রয়াত হন তিনি।

স্বজনরা জানান, দাফনের জন্য মরদেহ সড়কপথে ঢাকা থেকে খুলনায় গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুম আবদুল হামিদ মিয়াকে সমাহিত করা হবে।

পরিকল্পনা মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ বিশিষ্টজনদের শোক

সাংবাদিক এম এম মুসার পিতৃবিয়োগে গভীর শোক জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, ইমেরিটাস অধ্যাপক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমানসহ বিশিষ্টজনরা। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকার্ত স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer