
ফাইল ছবি
ভারতে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ খেলতে বুধবার ঢাকা ছাড়ছে বাংলাদেশ দল। সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলটির ১৫ সদস্য বিকাল চারটার গৌহাটিগামী বিমান ধরবেন। সেখানেই ২৯ সেপ্টেম্বর বিশ্বকাপের প্রথম ওয়ার্ম ম্যাচে মাঠে নামবে টিম টাইগার্স।
ভারতে ৫ অক্টোবর মাঠে গড়াবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। এবার ১০টি দেশ লড়বে ক্রিকেটের সবচেয়ে বড়ো এই মেগা আসরে। লিগ পর্বে প্রতিটি দেশ একে অন্যকে একবার মোকাবেলা করে মোট নয়টি ম্যাচ খেলবে। পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল উঠবে সেমিফাইনালে। আহমেদাবাদে ১৯ নভেম্বর হবে ফাইনাল।
এর আগে প্রতিটি দেশ দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলবে। ২৯ সেপ্টেম্বর শুরু হওয়া ওয়ার্ম-আপ ম্যাচের প্রথম দিনেই বাংলাদেশ মাঠে নামবে শ্রীলংকার বিপক্ষে। গৌহাটিতে ম্যাচটি শুরু হবে দুপুর আড়াইটায়। ২ অক্টোবর একই ভেন্যুতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ার্ম-আপ ম্যাচ খেলবে বাংলাদেশ। সেটিও শুরু হবে দুপুর আড়াইটায়।
৫ অক্টোবর আহমেদাবাদে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ও রানার্সআপ ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে যাত্রা শুরু হবে চলতি বিশ্বকাপের। বাংলাদেশ মিশন শুরু করবে ৭ অক্টোবর। হিমাচল প্রদেশের নান্দনিক শহর ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি খেলবে সাকিব বাহিনী।