Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ১৩ ১৪৩০, মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩

নিউজিল্যান্ডের বিপক্ষে যেমন হতে পারে বাংলাদেশ একাদশ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৫০, ২৩ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ১২:৩১, ২৩ সেপ্টেম্বর ২০২৩

প্রিন্ট:

নিউজিল্যান্ডের বিপক্ষে যেমন হতে পারে বাংলাদেশ একাদশ

ফাইল ছবি

নিউজিল্যান্ড সিরিজের আয়োজন ছিল মূলত বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি যাচাই। কিন্তু তা আর হলো কই। বৃষ্টির কারণে এক ইনিংসও পুরো খেলা হয়নি। বল হাতে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিং দেখা গেলেও এদিন হতাশ হতে হয়েছে টাইগার ক্রিকেটের ভক্তদের। 

ম্যাচের কোনো ফল যেমন আসেনি, তেমনি তামিম ইকবাল আর মাহমুদউল্লাহ রিয়াদের প্রত্যাবর্তনটাও চোখে পড়েনি। তবে সেসব পেছনে ফেলে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়াম এখন তৈরি দ্বিতীয় ম্যাচের জন্য। বাংলাদেশও প্রস্তুত কিউইদের বিপক্ষে লড়তে। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দুই-একটা পরিবর্তন দেখা যেতে পারে।  

ওপেনিংয়ে তামিম ইকবালের সঙ্গে থাকবেন লিটন দাস। তিন নম্বর পজিশনে নেমে যেতে পারেন তানজিদ হাসান তামিম। চারে তাওহীদ হৃদয়ের জায়গাটা পোক্তই বলা চলে। পাঁচে মাহমুদউল্লাহ রিয়াদ, ছয়ে সৌম্য সরকার, সাতে শেখ মেহেদী হাসান। বাংলাদেশ ব্যাটিং করতে নামলে এই তিন পজিশনে থাকবে বাড়তি নজর। 

আটে খেলবেন নুরুল হাসান সোহান, নয়ে রিশাদ হোসেন। ১০ ও ১১-তে দেখা যেতে পারে দুই পেসার হাসান মাহমুদ ও খালেদ আহমেদকে। বিশ্রামে থাকতে হতে পারে মোস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদকে। চোটের কারণে বাইরে থাকতে পারেন পেসার তানজিম হাসান সাকিব। 

যেমন হতে পারে দ্বিতীয় ম্যাচের একাদশ 

তামিম ইকবাল, লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, খালেদ আহমেদ, হাসান মাহমুদ।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer