Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৫ ১৪৩২, শুক্রবার ০৯ মে ২০২৫

চাঁদের আরও কাছে চন্দ্রযান-৩

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:১৮, ১৭ আগস্ট ২০২৩

প্রিন্ট:

চাঁদের আরও কাছে চন্দ্রযান-৩

ফাইল ছবি

চাঁদের আরও কাছে পৌঁছে গেছে ভারতের মহাকাশযান চন্দ্রযান-৩। বৃহস্পতিবার ল্যান্ডার রোভারটি থেকে প্রপেলার বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কথা। এরপর তাদের পৃথক যাত্রা শুরু হবে।

আগামী ২৩ আগস্ট প্রথমবারের মতো কোনও ভারতীয় যান হিসেবে চাঁদের বুকে অবতরণ করার কথা চন্দ্রযানের। যানটির লক্ষ্য চাঁদের অনাবিস্কৃত দক্ষিণ মেরুতে প্রথম কোনও যান হিসেবে অবতরণ করবে। তবে তাকে চ্যালেঞ্জ জানাচ্ছে রুশ মহাকাশযান লুনা-২৫। তাদেরও লক্ষ্য দক্ষিণ মেরুতে অবতরণ করারা। ফলে মহাকাশে শুরু হয়ে অলিলিক এক রেসিং প্রতিযোগিতা।গত সপ্তাহে ৪০ বছর পর কোনও মহাকাশযান চাঁদের উদ্দেশ্যে পাঠায় রাশিয়া। লুনা-২৫ নামের যানটি চন্দ্রযানের ২-১ আগেই অবতরণ করতে পারে। ২১ কিংবা ২২ আগস্ট অবতরণের সম্ভাব্য তারিখ।

তারপরও বিশ্বের চতুর্থ দেশ হিসেবে চাঁদে কোনও যান অবতরণ করার গৌরব অর্জন করবে ভারত। এর আগে শুধু যুক্তরাষ্ট্র, সাবেক সোভিয়েত ইউনিয়ন ও চীন চাঁদে যান পাঠিয়েছে।

গত ১০ আগস্ট লুনা-২৫ উৎক্ষেপণ করে রাশিয়া। যুক্ত ছিল শক্তিশালী সয়্যুজ রকেট। বুধবারই এটি পৃথিবীর মধ্যাকর্ষণ বলয় ত্যাগ করে। অন্যদিকে চন্দ্রযান-৩ উৎক্ষেপণ করা হয় ১৪ জুলাই। তবে চন্দ্রমণ্ডলে যাওয়ার আগে এটি পৃথিবীর চারপাশে ঘুরে। ৫ আগস্ট এটি চন্দ্রমণ্ডলে যায। তখন থেকেই এটি অবতরণের প্রস্তুতি নিচ্ছে।

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা বিবিসিকে জানায়, তারা কোনও প্রতিযোগিতায় নেই। দুটি যানই নতুন মিটিং পয়েন্ট নির্ধারণ করেছে। আর ইসরো ১৯৬০ সালে যাত্রা শুরু করার পর থেকে কখনোই কারও সঙ্গে কোনও প্রতিযোগিতায় ছিল না।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer