ফাইল ছবি
মালয়েশিয়া গিয়ে কোম্পানি রিসিভ না করায় বিমানবন্দর থেকেই দেশে ফেরত আসলো ৪৩ বাংলাদেশি। বৃহস্পতিবার মধ্যেরাত ২টায় এয়ারএশিয়া (AK79) বিমানযোগে তাদের দেশে ফেরত পাঠালেন সেদেশের ইমিগ্রেশন।
কর্মীদের গত ৪ সেপ্টেম্বর রিক্রুটিং এজেন্সি Thanex International Limited (RL-1779) জনশক্তি ব্যুরোর ছাড়পত্র দিয়ে মালয়েশিয়া পাঠিয়েছিলেন। কিন্তু মালয়েশিয়া বিমানবন্দরে পৌঁছানোর পর কর্মীদের কোম্পানি রিসিভ করতে না আসায় সেদেশের ইমিগ্রেশন পুলিশ পুনরায় বাংলাদেশে ফেরত পাঠান তাদের।
ভুক্তোভগী সিরাজগঞ্জের ফরিদ উদ্দিন বলেন, আমরা ৪৩ কর্মী তিনদিন মালয়েশিয়া বিমানবন্দরে অনাহারে ছিলাম। আমাদের কোম্পানি রিসিভ করতে আসেনি, তাই আমাদের দেশে ফেরত পাঠান। আমরা সেখানে থেকে রিক্রুটিং এজেন্সির সাথে যোগাযোগ করলে তারা নানাভাবে টালবাহানা করছেন।
দেশে ফেরত কর্মীরা রিক্রুটিং এজেন্সির সিদ্ধান্তের অপেক্ষায় সবাই ঢাকার আশকোনার হোটেল কুমিল্লাতে অবস্থান করছেন।