
ছবি: বহুমাত্রিক.কম
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শপথ নিয়েছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) মেয়র মোঃ ইকরামুল হক টিটু। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে তিনি শপথ গ্রহণ করেন।
এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপির কাছে শপথ নিয়েছেন সংরক্ষিত নারী আসন ও সাধারণ ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে শপথ বাক্য পাঠ শেষে বৃহস্পতিবার বেলা ১২ টায় রাজধানীর ধানমন্ডি-৩২ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নব-নির্বাচিত মেয়র মোঃ ইকরামুল হক টিটুসহ সকল কাউন্সিলরবৃন্দ।
উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা হয়। ৯ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়লাভ করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রথম মেয়র মোঃ ইকরামুল হক টিটু।