Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ৩০ ১৪৩১, শুক্রবার ১৫ নভেম্বর ২০২৪

আলোচনা সভা

শিল্পবর্জ্যে গাজীপুরে বাসযোগ্যতা হুমকিতে

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৮:০৫, ২৫ অক্টোবর ২০২৩

প্রিন্ট:

শিল্পবর্জ্যে গাজীপুরে বাসযোগ্যতা হুমকিতে

ছবি: বহুমাত্রিক.কম

এখনই সচেতন না হলে, স্বমন্বিত উদ্যোগ গ্রহণ না করলে হারাতে হবে বাসযোগ্যতা। অপরিকল্পিত শিল্পায়ন, দখল, দূষণ, ভরাটের ফলে দুর্বিষহ হয়ে উঠছে গাজীপুরের মানুষের জীবনযাত্রা। গাজীপুরকে বাঁচাতে হলে প্রশাসনসহ জনমানুষকে সম্পৃক্ত করে এসব ভয়াবহ দূষণ ঠেকাতে হবে। আগ্রাসী ভূমিকা থেকে বের হয়ে এসে নিজেদের পরিবেশ ও ভবিষ্যত প্রজš§কে নিরাপদ ভূমি উপহার দেয়ার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।

মঙ্গলবার গাজীপুর পরিবেশ আন্দোলন (গাপা)’র আহ্বায়ক কমিটির উদ্যোগে ‘দূষণ মুক্ত গাজীপুর গঠনে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় এসব প্রত্যাশা করেন বক্তারা। আলোচনা সভায় বক্তারা আরো বলেন, পরিবেশ দূষণ রোধে ও প্রাকৃতিক বন উজাড়ের প্রতিবাদের প্রাসঙ্গিক দাবী নিয়ে সবাইকে মাঠে নামতে হবে। প্রয়োজনে দূষণকারীদের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি ক্যাম্পেইন করতে হবে।

গাজীপুর সিটি প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন গাজীপুর পরিবেশ আন্দোলন (গাপা)’র আহ্বায়ক ফেডরিক মুকুল বিশ্বাস। সভায় গাপা’র সদস্য সচিব মো: মেহেদী হাসানের পরিচালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ইসমাইল মোল্যা।

সভায় আরো বক্তব্য রাখেন গাজীপুর সিটি প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি রিমিন আক্তার, গাপা’র অতিরিক্ত আহ্বায়ক আবুল হোসেন সবুজ, গাজীপুর সিটি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. হাসান আলী, দৈনিক বাংলাদেশ কণ্ঠে’র গাজীপুর জেলা প্রতিনিধি জাহিদ হাসান ভূূঁইয়া, ইউনিক এডুকেয়ার হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মোছাদ্দেকুর রহমান (হাজী মুসা), শ্রীপুরের জায়েদা মাল্টিকেয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম খান, গাপা’র যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল ইসলাম এবং কালীগঞ্জের জাঙ্গালিয়া ইউনিয়নের সদস্য সৈয়দ আহমদ কবির (বুলবুল), সাংবাদিক সোহাগ রহমান, সাংবাদিক লোকমান হোসেন, সমাজকর্মী গোলাম মাওলা, বিশিষ্ট ব্যবসায়ী মো. আব্দুল আলীম ও আবু হানিফ সরকার।

গণমানুষকে সম্পৃক্ত করে সচেতনতা তৈরি এবং দূষণ রোধ করলে সেটাই হবে গাপা’র সবচেয়ে বড় সফলতা। সরকারকে এসব বিষয়ে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer