Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ১১ ১৪৩১, শনিবার ২৭ জুলাই ২০২৪

ইফতার পার্টির আয়োজন নিরুৎসাহিত করলেন প্রধানমন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:১৩, ২৮ ফেব্রুয়ারি ২০২৪

প্রিন্ট:

ইফতার পার্টির আয়োজন নিরুৎসাহিত করলেন প্রধানমন্ত্রী

ফাইল ছবি

রমজান মাসে সরকারি ও বেসরকারিভাবে ইফতার পার্টির বিষয়ে নিরুৎসাহিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মন্ত্রিসভার বৈঠক শেষে বুধবার বিকেলে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন একথা জানান। এর আগে সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘কারও যদি এ ধরনের অনুষ্ঠানের ইচ্ছা থাকে তাহলে সেই অর্থ দিয়ে খাদ্য কিনে গরীবদের বিতরণের কথা বলেছেন প্রধানমন্ত্রী।’

প্রধানমন্ত্রী ইফতার আয়োজন করতে কেন না করেছেন- এমন প্রশ্নে সচিব বলেন, ‘ইফতার আয়োজনেরই বা দরকার কেন, এটা বলতে পারেন?’

তিনি আরও বলেন, বিষয়টি কখনোই ধর্মীয় ইস্যু নয়। আমরা তো পার্টি করছি। আমাদের বুঝতে হবে অপচয় যেন না করি। লোক দেখানো কার্যক্রমে নিজেদের নিয়োজিত না করি। তার বদলে ওই টাকা যদি কারও কল্যাণে ব্যবহার করতে পারেন, সেটাই ভালো। আমি-আপনি বসে খেলাম, ওখানে অনেক খাদ্যের অপচয় হলো, অর্থের অপচয় হলো- এটা তো ধর্মীয় দিক থেকেও যুক্তিযুক্ত নয়।’

প্রধানমন্ত্রী এবার ইফতারের আয়োজন করবেন কি না, এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এটা তো আমি বলতে পারবো না।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer