ছবি: সংগৃহীত
চট্টগ্রামের সিএমপি অফিসার্স ক্লাবে রোটারি ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের সভাপতি রোটারিয়ান মো. জামিল হানিফের সভাপতিত্বে ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ আগষ্ট (২০২৩) বৃ্স্পতিবার ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মীর নাজমুল আহসান রবিন-এর সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক রোটারি গভর্নর, অধ্যাপক ড. তৈয়ব চৌধুরী।
সভায় রোটারি ক্লাব অব চিটাগাং-এর সাবেক সভাপতি অতিরিক্ত ডিআইজি মো. মুসলিম কে এন্টি টেরিরিজম ইউনিয়ট (ATU)-এর চট্টগ্রাম বিভাগের প্রধানের দায়িত্ব গ্রহনের জন্য সংবর্ধনা প্রদান করা হয়। সভায় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রোটারিয়ান দেব দুলাল ভৌমিক, রোটারি এসিস্টেন্ট গভর্নর রোটারিয়ান অধ্যাপক সৈয়দা খুরশিদা বেগম, রোটারি ক্লাব অব আগ্রাবাদের অতীত সভাপতি রোটারিয়ান কেরামত সৈয়দ কেরামত আজিম পিন্টু, রোটারি ক্লাব অব চিটাগাং সাগরিকার অতীত সভাপতি রোটারিয়ান খনরঞ্জন রায়, রোটারি ক্লাব অব ক্রাউনের প্রতিষ্ঠাতা সভাপতি রোটারিয়ান ইব্রাহিম হাসান, রোটারি ক্লাব অব আগ্রাবাদের সভাপতি রোটারিয়ান মো. আলাউদ্দিন।
সভায় আরো বক্তব্য রাখেন ক্লাবে অতীত সভাপতি রোটারিয়ান মো. জাহাঙ্গীর আলম জিম, রোটারি ডেপুটি গভর্ণর রোটারিয়ান মো. আব্দুর রাজ্জাক, ক্লাবের অতীত সভাপতি রোটারিয়ান তাজ উদ্দীন, রোটারিয়ান মামুন চৌধুরী, রোটারিয়ান শাহীন সুলতানা, ক্লাব সচিব রোটারিয়ান মোহসেনা মুন্নী, রোটারিয়ান জিল্লুর করিম, ক্লাবের প্রতিষ্ঠা সদস্য কাউসার আহমেদ, প্রাক্তন রোটার্যাক্টর শাহরিয়ার আলম, প্রাক্তন রোটার্যাক্টর মোস্তফা আহমেদ রানা। সভায় প্রাক্তন রোটার্যাক্টর মোহাম্মদ আলী মাসুদকে পিন পড়িয়ে ক্লাব সদস্য হিসেব বরণ করে নেয় হয়।
প্রধান অতিথি অধ্যাপক ড. তৈয়ব চৌধুরী গত ১০ বছর এই ক্লাবের বিভিন্ন কার্য্যক্রমের ভুয়সী প্রশংসা করেন। বিশেষ করে ৬টি গৃহহীন পরিবারকে গৃহ নির্মান করে দেয়া, বিভিন্ন স্কুলে লাইব্রেরি ও টয়লেট নির্মান করে দেয়া, বিভিন্ন ব্যক্তির কর্মস্থানের ব্যাবস্থা করে দেয়াসহ বিভিন্ন সমাজ উন্নয়নমুলক কাজ করার জন্য ক্লাবের অতীত ও বর্তমান সকল সদস্যদের ধন্যবাদ জানান। ভবিষ্যৎয়ে এই ধরনের কার্য্যক্রম চলমান থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সংবর্ধিত অতিথি, অতিরিক্ত ডিআইজি মো. মুসলিম সমাজে শান্তি ও শৃংখলা বজায় রাখতে রোটারি ক্লাবের মতো সামাজিক সংগঠন গুলোকে আরো বেশি করে প্রজেক্ট হাতে নিতে অনুরোধ করেন। তিনি এই ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য রোটারি ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সভায় কর্মস্থান তৈরী ও সাবলম্বী করার লক্ষ্য একটি সেলাই মেশিন হস্তান্তর করা হয়।